দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮) সদস্যরা।
গ্রেপ্তার আনোয়ার হোসেন খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি এলাকার গিয়াস খানের ছেলে।সোমবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৮ এর মিডিয়া সেল।
মিডিয়া সেলের পাঠানো তথ্যে জানা গেছে, আনোয়ার হোসেন খান ১৯৯৭ সালের অক্টোবর মাসে প্রতিবেশী আসমান খানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার ঘটনা সংগঠিত হওয়ার পর থেকেই আনোয়ার হোসেন খান আত্মগোপনে ছিলেন।
পরে ২০০১ সালে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারায় পলাতক অবস্থায় আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। গ্রেপ্তার আসামিকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব-৮ এর মিডিয়া সেল।
+ There are no comments
Add yours