গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে তিন জনের মৃত্যু হয়েছে এবং সারা দেশে আরও ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয় জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চারজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সাত জন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন রয়েছেন।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট দুই হাজার ৩৭৭ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১৫ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৫৪৫ জন। এর মধ্যে এক হাজার ৫৩৭ জন পুরুষ এবং এক হাজার আট জন মহিলা রয়েছেন।
+ There are no comments
Add yours