সাবরীন জেরীন
স্বামীর সাজার বদলে সংসারে ভাঙ্গন থেকে রক্ষা পেলো ৫৪টি পরিবার। নিরাপদ আশ্রয় পেলো সন্তানরা। বিচারক তার রায়ে বলেছেন, শুধু শাস্তি নয় আদালত মানুষের মাঝে শান্তির সুবাতাস, সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। আদালতের এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি পরিবারগুলো।
পারিবারিক কলহে গেল দু বছর ধরে আদালতে যাওয়া-আসা করেছেন ফয়সাল আহমদ ও আকলিমা দম্পতি। এ মামলায় আসামি ফয়সালের সাজাও হতে পারতো তিন বছরের। কিন্তু আদালতের ব্যতিক্রমী রায়ে টিকে গেলো সংসার। বাবা-মাকে একসাথে ফিরে পেলো একমাত্র সন্তান।
তিন মাস পর সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে ফের ব্যতিক্রমী রায়। ৬৫ টি পারিবারিক মামলার মধ্যে ৫৪ টি পরিবারকে কোন শাস্তি না দিয়ে দেয়া হলো ফুল। তবে ১১ আসামিকে দেয়া হয় সাজা।
এর আগে ৪৭টি পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন, বিচারক মোঃ জাকির হোসেন।
এ রায়ে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য পরিবারের মাঝেও একে অপরের প্রতি শ্রদ্ধা, মর্যাদা আর ভালোবাসা বাড়বে বলে আশা সবার।
+ There are no comments
Add yours