কক্সবাজারের রামু উপজেলা বিএনপির তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়।
রোববার (১৯ মে) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কাসেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃত বিএনপির তিন নেতা হলেন, রামু উপজেলা বিএনপির উপদেষ্টা আবুল বশর মেম্বার, সহসভাপতি কামাল উদ্দিন এবং উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম শামশু। রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবু এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।
রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু কালবেলাকে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে এ তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
+ There are no comments
Add yours