মিলটন ওয়াদাদার কক্সবাজার সদর
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদের নেতৃত্বে জেলা
আনসারের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২৩ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৩টা
পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায়
কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় মোঃ
ইউসা এক তলা নির্মানাধীন ভবনের ছাদের অংশ বিশেষ ভেঙ্গে দেওয়া হয়, এবং অপরদিকে
উত্তর ডিককুল এলাকায় বজল আহম্মদ এক
তলা অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায়,ঐ
ভবনের ইটের গাঁথুনি ভেঙ্গে দেওয়া হয়। এছাড়া
কলাতলী এলাকায় সাইফুল ইসলামের স্যান্ডি
বীচ রেস্টুরেন্ট এবং আব্দুল মান্নানের সী-ল্যাম্প
রেস্টুরেন্ট নির্মাণ করায় তাদেরকে ভূমি ব্যবহার
ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদন ব্যতীত
নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান
করা হয়।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে:কর্ণেল(অব:) ফোরকান আহমদ
বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে
অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours