রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী অভিযানে ব্যাপক ধরপাকড়

Estimated read time 0 min read
Ad1

রাশিয়ায় দুই সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুকে বরখাস্ত করার পর দুর্নীতিবিরোধী অভিযানে ওই মন্ত্রণালয়ের পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে উপপ্রতিরক্ষামন্ত্রী তৈমুর ইভানভকেও। তার বিরুদ্ধেও ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের দাবি, পুতিনের পরবর্তী টার্গেট সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি জেরাসিমভ। 

মার্কিন সংবাদ মাধ্যম  সিএনএন বিশ্লেষকদের মতামতের ওপর ভিত্তি করে বলছে, রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যমগুলো বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারি চুক্তির বিষয় প্রকাশ করছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করছে।

এদিকে গত শুক্রবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর উপপ্রধান এবং মেইন কমিউনিকেশন ডিরেক্টরেটের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শামারিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি সরকারি ঠিকাদারির কাজের বিনিময়ে যোগাযোগ সরঞ্জাম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তিনি ৩ কোটি ৬০ লাখ রুবেল ঘুষ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours