
ঈদুল আজহা ঘিরে ফেনীতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মসলার দাম। বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার কিংবা প্রশাসনের মনিটরিং দাবি করছেন সাধারণ ক্রেতারা।
এদিকে বিক্রেতারা বলছেন, আমদানি করতে হয় বেশি দামে। পাইকারিতে বেশি দামে কেনার কারণে ভোক্তা পর্যায়ে ক্রেতার কাছে কম দামে বিক্রির সুযোগ নেই।
প্রস্তাবিত বাজেটে মসলা পণ্যে ১ শতাংশ উৎস কর কমানো হয়েছে। যেখানে আগে ২ শতাংশ ছিল। এর প্রভাব পড়েনি ফেনীর বাজারে। বরং দাম আরও বেড়েছে।
ফেনী বড় বাজারে আজ ভারতীয় জিরা বিক্রি হচ্ছে ৭৫০ টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৭০০ টাকা। টার্কিশ জিরা বিক্রি হচ্ছে ৯০০ টাকা। এলাচ বিক্রি হচ্ছে ৩ হাজার ৭০০ টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩ হাজার ৪০০ টাকা। দারুচিনি বিক্রি হচ্ছে ৫৫০ টাকা, যা গেল সপ্তাহে বিক্রি হয়েছে ৫০০ টাকা, লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকায়, যার দাম বেড়েছে প্রায় ১৫০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা, যা গেল সপ্তাহে বিক্রি হয়েছে ৭০ টাকা। রসুন বিক্রি হচ্ছে ১৯৫ টাকা, যা গেল সপ্তাহে বিক্রি হয়েছে ১৮০ টাকা। আদা বিক্রি হচ্ছে ২৫০ টাকা, এখানেও দাম বেড়েছে ২৫ টাকা। বেড়েছে হলুদ, মরিচ, ধনিয়াসহ বাকি মসলার দামও।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours