ইতিহাস গড়ে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে মোদীর শপথ

Estimated read time 0 min read
Ad1

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদের শপথ নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের আঙিনায় শপথ অনুষ্ঠান আয়োজিত হয়।

নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

মোদীর এ শপথ ইতিহাস গড়া। কেননা, এ শপথের মাধ্যমে তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও কংগ্রেসের নেতা জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করেন। দুই সরকারের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের পর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে এর আগে কেবল জওহরলাল নেহরুই (১৯৫২, ১৯৫৭ ও ১৯৬২ সাল) শপথ নিয়েছিলেন।

মোদীর শপথ অনুষ্ঠানে ভারত ও বিভিন্ন দেশের অন্তত আট হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা তাদের মধ্যে অন্যতম। শনিবার মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এ ছাড়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোগবেকে শপথ অনুষ্ঠানে দেখা গেছে।

রোববার সন্ধ্যায় শপথ বাক্য পাঠ করেছেন মোদীর মন্ত্রিসভার ৭২ সদস্য। এদের মধ্য ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। এদের মধ্যে কারা কোন পদে দায়িত্ব পালন করবেন তা পরে ঘোষণা করা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours