মোহাম্মদ শিপন হোসেন চট্টগ্রাম: তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে চট্টগ্রামের বাকলিয়া থানা দিন পুরাতন চার তলা আমান আলী রোড এলাকায় একজন সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী কথিত কাউন্সিলর প্রতিনিধি ইউসুফ মিয়া কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে।
তা নিয়ে এলাকার সর্বস্তরের মানুষের মনে ক্ষোবের সৃষ্টি হয়েছে। খবর নিয়ে জানা গেছে এর আগেও অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময় কারণে-অকারণে এলাকায় বসবাসরত ভাড়াটিয়া কিংবা জমিদার সকলের উপর খবরদারি ও অসদাচরণ করেছে স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলর প্রতিনিধি পরিচয়ে।যা সম্পূর্ণ বেআইনি, অসামাজিক ও অমানবিক।কয়েকদিন আগে নিয়মিত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা না করা ও অসময়ে রাস্তা ঝাড়ু দেওয়ার বিষয়ে পরিচ্ছন্ন কর্মীদের সাথে কথা বলতে গেলে।
এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি কথিত কাউন্সিলর প্রতিনিধি পরিচয় দেওয়া ইউসুফ আলী কর্তৃক লাঞ্ছিত ও শারীরিক ধাক্কাধাক্কি ও হুমকির সম্মুখীন হয়। এই বিষয়ে ১৭ নং ওয়ার্ডের স্বনামধন্য কমিশনার শহীদ সাহেবের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিয়ে খুবই উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করে। উনি বলেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই অনেক অভিযোগ শুনেছি।
অভিযুক্ত ব্যক্তি ইউসুফ আলী কোন চুক্তিবদ্ধ কিংবা লিখিত দায়িত্ব দেওয়া কাউন্সিলর প্রতিনিধি নয় । এলাকার পরিচ্ছন্নতা ও বিভিন্ন নাগরিক সুবিধার স্বার্থে মাঝে মধ্যে ওয়ার্ড কমিশনার কার্যালয় থেকে ওই ব্যক্তি কাছ থেকে খবর নিয়ে তাকে। কিংবা অভিযুক্ত ব্যক্তি স্বপ্রণোদিত হয়ে খবর দিয়ে থাকে। ওই সমস্ত বাজে লোক কাউন্সিলর প্রতিনিধি হতে পারে না।
মূলত উনি উদ্দেশ্যপ্রণোদিতে ভাবে কাউন্সিলর ভাবমূর্তি বিনষ্ট করতে বিভিন্ন বেআইনি ও অনৈতিক কাজ করছে । আমি অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তবে ইতিমধ্যে লাঞ্ছিত ব্যক্তি স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর বরাবর অভিযোগ জমা দিয়েছে। ভুক্তভোগীরা ও এলাকার মানুষ প্রত্যাশা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এলাকার শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করবে।
+ There are no comments
Add yours