চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচন: ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত
সাদমান সময়, মিরসরাই (চট্টগ্রাম):
এতদিনের নানান শঙ্কা কাটিয়ে অনেকটা শান্তিপূর্ণভাবেই শেষ হল চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ। মিরসরাই পৌরসভার কিছু ওয়ার্ডে বহিরাগতরা কেন্দ্র দখলের চেষ্টা করলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে তা প্রতিহত হয়। তবে ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম খোকন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪,৮৭৮ তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের দিদারুল আলম মিয়াজি পেয়েছেন ১৩১ ভোট।
ধানের শীষ প্রতীকের প্রার্থী দিদারুল আলম মিয়াজি এটিকে নীল নকশার ভোট হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘ভোটের আগেই রেজাল্ট সবার জানা ছিল। এসব হচ্ছে সরকারের নীল নকশার নির্বাচন।’
অন্যদিকে নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী রেজাউল করিম খোকনের দাবি, ‘অত্যন্ত সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নৌকার বিজয় এসেছে। বিএনপি প্রার্থীর দাবি সম্পূর্ণ অমূলক।’
জানা গেছে, রবিবার সকাল থেকে মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারের উপস্থিতি ছিল বেশি। সকাল সাড়ে ১১ টার নাগাদ মিরসরাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ও ৪ নম্বর ওয়ার্ডে বহিরাগতরা কেন্দ্রে গোলযোগের চেষ্টা করলে রিটানিং কর্মকর্তা মিনহাজুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করে ভোটগ্রহণ স্বাভাবিক রাখে। এসময় ৮ নম্বর ওয়ার্ডে এক কাউন্সিলর প্রার্থী ও ৬ জন বহিরাগতকে আটক করা হয়। পরে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়।
কেন্দ্রে সাময়িক গোলযোগের চেষ্টার বিষয়টি স্বীকার করে মিরসরাই পৌরসভার রিটানিং কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, কেন্দ্রে গোলযোগের চেষ্টা তাৎক্ষণিক আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে ব্যবস্থা নিয়েছি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
এদিকে বারইয়ারহাট পৌরসভা নির্বাচনেও পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এখানকার প্রতিটি কেন্দ্রে সকাল থেকে ছিল নারী ভোটারদের দীর্ঘ লাইন। তবে এখানকার ৯ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট মাদরাসা কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা বেশ কয়েকদফা কেন্দ্রে গোলযোগের চেষ্টা চালায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখানে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী দিদারুল আলম মিয়াজি নিজের ভোট প্রদান করতে এসে সাংবাদিকদের বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সুষ্ঠ নির্বাচন কখনো সম্ভব নয়। আমি রাজনীতি করি, তাই দিনান্তেও ভোটে থাকবো। সকাল থেকে আমার পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি আওয়ামী লীগ প্রার্থীর লোকজন।’
অপরদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম খোকন নিজের ভোট দিতে এসে সাংবাদিকদের বলেন, ‘অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। বিএনপি বরাবরেই এ ধরণের অভিযোগ করে থাকে। তাদের জনসমর্থন নেই তাই এমনটি বলছে।’
বারইয়ারহাট পৌরসভা নির্বাচন প্রসঙ্গে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ থাকার কারণে ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক। উৎসব মুখোর পরিবেশে ভোট হচ্ছে। কোথাও কোন গোলযোগ হয়নি।’
প্রসঙ্গত, মিরসরাই পৌরসভার মোট ভোটার ১২হাজার ৮শ ৫৫ আর বারইয়ারহাট পৌরসভার মোট ভোটার ৮হাজার ৬শ ৫৫ জন।
+ There are no comments
Add yours