সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হাত-পা বিচ্ছিন্ন

Ad1

 

চট্টগ্রাম কক্সবাজার রেললাইনে সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কেরানীহাট উত্তর অংশে রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল-৯ ট্রেনের নিচে শুক্রবার সকাল আনুমানিক ৯ টার সময় কাটা পড়ে ওই যুবক। এতে যুবকের শরীর থেকে দু’হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়ে রেললাইনের দু’পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। দেহ থেকে মাথা আলাদা হয়ে যায় ।

স্থানীয়’রা- জানান নিহত যুবক রেললাইনের পাশে চলমান কাজের শ্রমিক হতে পারে। নিহত যুবকের তথ্য চাইলে অন্য শ্রমিক’রা ওরা চুপচাপ থাকেন , ঘটনাস্থলের পাশে একটি ঢালাইয়ের কাজ চলমান ছিল। সম্ভবত ঢালাইয়ের ফাঁকে লোকটি রেললাইনে বসে ছিল অন্য মনস্ক হয়ে। এ সময় অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন।

ঘটনার খবর পেয়ে প্রথমে সাতকানিয়া থানার একটি টিম আসে পরে রেলওয়ে থানা পুলিশ ট্রেনে কাটা পড়া যুবকের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রতন কুমার দাশ বলেন, কেরানিহাটের উত্তর অংশে রেললাইনে কক্সবাজারগামী স্পেশাল-৯ নামের একটি ট্রেনে যুবক কাটা পড়ার খবর শুনেছি।

চট্টগ্রাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর খান বলেন, শুক্রবার সকালে রেললাইনে কাটা পড়া অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours