আজিজুল হক চৌধুরী, বোয়ালখালী
চট্টগ্রামের কালুরঘাট সেতুর নিচে কর্ণফুলীর নদীতে বোয়ালখালী অংশে ভাসছে অজ্ঞাত একটি লাশ। জোয়ারের সময়ে লাশটি এসে আটকে ছিল কালুরঘাট সেতুর একটি পিলারের সাথে। লাশটি দেখে সেতুর পথচারীরা পুলিশকে খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানির স্রোতে ভেসে লাশটি চলে যায় অন্যত্র।
সোমবার (১ মার্চ) বিকেল ৫টায় বোয়ালখালীর কালুরঘাট সেতুতে চলাচলকারী পথচারীরা সেতুর পিলারের সাথে লাশটি আটকে থাকতে দেখে।
প্রত্যক্ষদর্শী মুস্তাফিজুর রহমান বলেন, ‘হঠাৎ একটি লাশ কালুরঘাট সেতুর খুঁটির (পিলার) নিচে আটকে থাকতে দেখেছি। গায়ের রঙ ফর্সা, আর গায়ে পুল হাতা চকলেট কালারের শার্ট ছিল। কিছুক্ষণ পর লাশটি পানির স্রোতে ভেসে চলে যায়’
সেতুতে চলাচলকারী পথচারী লাশটি উদ্ধারের জন্য বোয়ালখালী থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নদীর ভাটার টানে লাশটি ভেসে অন্য স্থানে চলে যায়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, ‘স্থানীয়রা খবর দিলে তৎক্ষণাৎ মোবাইল টিম ঘটনাস্থানে গেলেও। কিন্তু নদীতে জোয়ার-ভাটার কারণে পুলিশ টিম পৌঁছানোর আগে লাশটি অন্য জায়গায় চলে যায়।’ যদি ভাটার টানে বোয়ালখালী অন্য কোনো স্থানে ভেসে উঠে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours