ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- যুবসমাজ হচ্ছে আর্ত সামাজিক উন্নয়ন-অগ্রগতির অনুঘটক। জাতীয় জীবনের সর্বপ্রকার সফল আন্দোলন- সংগ্রামে যুব সমাজের রয়েছে অনন্য কীর্তিগাঁথা। কিন্তু দূঃখজনক হলেও সত্য যে, জাতির গৌরব ও অহংকারের প্রতীক এ যুব সমাজ আজ ভিন্ন চেহারায় দৃশ্যমান। যাদের এখন মূল এজেণ্ডা অবাঞ্ছিত দলীয় লেজুড়বৃত্তি।
নানামাত্রিক চরিত্র বিধ্বংসী কার্যক্রম তথা অপরাধ প্রবণতা তাদের নিত্যসঙ্গী। অথচ যুবমন হচ্ছে বৈপ্লবিক চেতনাসমৃদ্ধ। যুবদের দ্বারাই একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও শান্তির সমাজ বিনির্মান করা অধিকতর সম্ভব। আর যুবসমাজের মেধা, মনন এবং কর্মশৈলীতেই একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠতে পারে বলে মন্তব্য করে তিনি এ লক্ষ্যে ইসলামিক যুবফ্রন্ট এর পতাকাতলে সমবেত হওয়ার জন্য যুব সমাজের প্রতি উদাত্ত আহবান জানান।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- রাজনৈতিক পট পরিবর্তন পরবর্তী প্রায় ২ মাস অতিক্রান্ত হলেও বিচার বহির্ভূত খুন, মসজিদ- মাদরাসা, মাজার, মন্দিরে হামলা-ভাংচুরের মতো গর্হিত কর্মকাণ্ডের বিস্তৃতি ঘটছে প্রতিনিয়ত। সংস্কারের অন্তরালে সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, পিটিয়ে খুন করার মত ন্যাক্কারজনক কর্মকাণ্ড তো থামছেই না। যা ছাত্র-জনতার অভ্যূত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করে তিনি আরও বলেন- রাজনৈতিক প্রতিহিংসা পরায়নতা জাতীয় জীবনে কখনো শুভ ফলদায়ক নয়, বরং তা সামাজিক সুস্থতা ও স্থিতিশীলতার অন্তরায়। এছাড়া ব্যাংকিং সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় ক্ষমতার আওতায় আনাসহ আইনের শাসন প্রতিষ্ঠায় আন্তরিক দায়িত্বশীলতার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে গত ১২ অক্টোবর ‘২৪ শনিবার সকাল ১০টায় ঢাকা কাওরান বাজারস্থ শহীদ হালিম মিলনায়তনে নব নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ মনির হোসাইন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী।
+ There are no comments
Add yours