কুড়িগ্রামে ইউপি বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ 

Estimated read time 1 min read
Ad1

 

ইউনুস আলী, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মানববন্ধন , বিক্ষোভ সমাবেশও স্মারকলিপি প্রদান করেছেন।
দেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণকে অপসারণ না করার দাবিতে কুড়িগ্রামে মানব বন্ধন ও বিক্ষোভ শেষে পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় তারা।
১৫ অক্টোবর মঙ্গলবার  দুপুরে কুড়িগ্রাম শহরের কলেজ মোড এলাকায় জেলার ৯ উপজেলার ৭২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এ মানব বন্ধন করেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অভিমুখে যায়।
এসময় বক্তারা বলেন, বিভিন্ন গণ মাধ্যমে এ মাসেই ইউনিয়ন পরিষদে নির্বাচিত সদস্যদের অপসারণের খবর প্রকাশিত হচ্ছে।
তারা জানান, তৃণমুলে নির্বাচিত এসব জনপ্রতিনিধিদের অপসারণ করা হলে গ্রাম আদালত, জন্ম ও মৃত্যু সনদ, নাগরিকত্ব, ওয়ারিশ সনদ প্রদানের মত বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ব্যহত হয়ে পড়বে। তারা দাবী করেন বিগত সরকারের প্রচ্ছন্ন ছায়ায় যেসকল জন প্রতিনিধি নানা অপকর্মের সাথে জড়িত হয়ে এখন পলাতক রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বর্তমান সরকার। ঢালাওভাবে সকলকে বরখাস্ত করা ঠিক হবে না। এ দাবি আদায়ের জন্য প্রয়োজনে সারাদেশ বৃহত্তর  কর্মসূচি পালন করা হবে।

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours