মোঃ মোশাররফ হোসেন সরকার
জামালপুর
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সাবেক স্ত্রীর সাথে গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোহেল গাবরা নামে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সোহেল গাবরা উপজেলার ফুলজোড় এলাকার ফকির গাবরার ছেলে। জানা গেছে পারিবারিকভাবে খিলকাটি এলাকার জুলি ( ছদ্মনাম ) এর সাথে গ্রেপ্তারকৃত যুবক সোহেল গাবরার বিয়ে হয়।
ওই সময় অসৎ উদ্দেশ্য নিয়ে সোহেল গাবরা তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে শারিরিক সম্পর্কের ভিডিও ধারণ করে রাখেন।
শারিরিকভাবে অত্যাচার ও বনিবনা না হলে রাবেয়া সোহেল গাবরাকে তালাক দিলে ক্ষোভে তাদের পূর্বের মেলামেশারও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বাদী হয়ে সোহেল গাবরার বিরুদ্ধে তার সাবেক স্ত্রী পর্ণগাফি আইনে মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
+ There are no comments
Add yours