ঘরের মাঠে ৪৬ রানের লজ্জায় ডুবলো ভারত

Estimated read time 1 min read
Ad1

 

স্পোর্টস ডেস্ক:

কিছু দিন আগেই নিজের মাটিতে বাংলাদেশকে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে যেনতেনভাবে হারিয়ে দারুণ ফর্মে থাকা টিম ইন্ডিয়া এবার এমন এক রেকর্ড গড়লো যা দেশটির লাখো কোটি ক্রিকেটপ্রেমীদের কাছে রীতিমতো দুঃস্বপ্নের মতো। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে গেছে এমনই এক ঘটনা।

টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে সর্বনিম্ন ইনিংসের লজ্জায় ডুবলো ভারত। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করতে নেমেই গুটিয়ে গেছে অবিশ্বাস্য ৪৬ রানে। চোখের পলক ফেলতে না ফেলতেই উইকেট পড়ছে চিন্নাস্বামীতে।

এটি টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর, ভারতের মাটিতে সর্বনিম্ন এবং এশিয়ার মাটিতেও সর্বনিম্ন স্কোর। টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। ২০২০ সালের ডিসেম্বরে অ্যাডিলেডে ভুলে যাওয়ার মতো এই রেকর্ড গড়েছিল ভারত। দেশের মাটিতে এর আগে ভারতের সর্বনিম্ন দলীয় স্কোর ছিল ৭৫ রান।

 

ভারতের প্রথম ইনিংসে রানের খাতা খুলতেই পারেননি পাঁচ ব্যাটার। এর আহে, ১৯৯৯ সালে মোহালিতে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের ৫জন আউট হয়েছিলেন শূন্য রানে। সেদিন ভারত অলআউট হয়েছিল ৮৩ রানে। যদিও এক ইনিংসে এমন কিছু ভারতের জন্য নতুন নয়।

টসে জিতে ব্যাটিং নেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু মেঘলা আবহাওয়ায় উইলিয়াম ও’রুরকির সুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ কোহলিদের। দলের পাঁচ ব্যাটার আউট হন রানের খাতা না খুলেই। দুই অঙ্কের রান স্পর্শ করেন মাত্র দু’জন ব্যাটার। সব মিলিয়ে একাধিক লজ্জার রেকর্ড গড়লো গৌতম গম্ভীরের দল।

ঘরের মাঠে এতদিন পর্যন্ত টেস্টের এক ইনিংসে সর্বনিম্ন রান ছিলো ৭৫। দিল্লিতে, ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। কিন্তু এদিন তারও কম রানে থেমে গেল রোহিত বাহিনী। চলতি বছরেই টেস্টে অভিষেক হওয়া রুরকির দাপটে দিশেহারা স্বাগতিকরা।

লাঞ্চের আগে ৩৪ রান তুলতেই নেই ভারতের ৬ উইকেট। তার মাঝে ৪ জন ফিরেছেন শূন্য রানে। সপ্তম ওভারে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক। কিছুক্ষণ থিতু হওয়া জয়সোয়ালকেও ১৩ রানে ফেরান ও’রুর্কি। বাকিদের আসা যাওয়ার মাঝে কেবল থিতু ছিলেন ঋশভ পন্ত।

 

লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও শূন্য রানে ফিরে ভারতকে নিয়ে যান লজ্জার রেকর্ডের কাছে। এর মধ্যে ৪৯ বলে ২০ রানে ফেরেন পন্ত।

ফিরবেন না সাকিব, খেলবেন না বিদায়ী টেস্টফিরবেন না সাকিব, খেলবেন না বিদায়ী টেস্ট
আর বুমরাহ ফেরেন ১ রানে। শেষদিকে বেশ কিছুক্ষণ লড়াই চালান মোহাম্মদ সিরাজ ও কুলদ্বীপ যাদব। কিন্তু তাদের জুটিটি দীর্ঘস্থায়ী হয়নি।

পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ম্যাট হেনরি। কুলদীপ যাদবকে আউট করে মাত্র ২৬ টেস্টে একশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হেনরি। ৪ উইকেট নিয়েছেন ও’রুর্ক। বাকি উইকেটটি সাউদির।

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours