ডেস্ক নিউজ:
দেশবরেণ্য ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেককে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার তাঁকে জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগের অনুমোদন দেয়া হয়। আজ শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহে ইসলামির ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন প্রখ্যাত ইসলামি স্কলার।
বায়তুল মোকারমের নতুন খতিব বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি বই লিখেছেন। এ ছাড়া, তাঁর তত্ত্বাবধানে মাসিক আল কাউসার নামে নিয়মিত একটি গবেষণা পত্রিকা বের হয়।
+ There are no comments
Add yours