স্পোর্টস ডেস্ক:
এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ। তবে গোল মিসের মহড়ায় জয় নিয়ে ফেরা হয়নি। স্বাগতিক কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরে বাছাই শুরু হয়েছে লাল-সবুজদের।
ঘরের মাঠে কম্বোডিয়ানদের হয়ে একমাত্র গোলটি করেন থাচ দারো। আগামী ২৩ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিপিন্সের বিপক্ষে নামবে বাংলাদেশ।
কম্বোডিয়া ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে শুরু থেকেই দারুণ খেলেছে বাংলাদেশের। ১০ জনের কম্বোডিয়ার সঙ্গে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সাইফুল বারী টিটু শিষ্যরা। তবে একাধিক সুযোগ হাতছাড়ায় জয় নিয়ে ফেরা হয়নি লাল-সবুজ বাহিনীর।
ম্যাচের ২৪ মিনিটে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশ ফুটবলার আরহামকে ফাউল করে লাল কার্ড দেখেন ভিশাল কিয়া। দশ জনের দলের বিরুদ্ধে ৩৪ মিনিটে সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন অপু রহমান। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করেন অপু। লাল-সবুজদের আক্রমণ ঠেকিয়ে দেন কম্বোডিয়া গোলরক্ষক। ফিরতি বল পেয়েও তা জালে পাঠাতে ব্যর্থহন অপু।
বিরতির পর নেমেও স্বাগতিক রক্ষণভাগের পরীক্ষা নেয় বাংলাদেশ। ৪৯ মিনিটে কর্নার থেকে আক্রমণে যায় বাংলাদেশ। গোলের সুযোগ ছিল, তবে তাতেও জালের দেখা পেতে ব্যর্থ হয় লাল-সবুজের দল। ৭৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ শট নেন মুর্শিদ আলী। তবে কম্বোডিয়ান গোলরক্ষক ঠেকিয়ে দেন তা। ৮৩ মিনিটে ডি বক্সের ভেতর একা বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট্র শটে গোলের সুযোগ হারান সালাহ উদ্দিন সাহেদ।
৮৫ মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে শট করে লাল-সবুজদের জালে বল পাঠান থাচ দারো। ১-০ গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের দল। ৯৩ মিনিটে সমতায় ফেরার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। ডি বক্স থেকে গোল করতে ব্যর্থ হয়ে সুযোগ হাতছাড়া করেন রিফাত কাজী। পরে পরাজয় মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় নাজমুল হুদা ফয়সালদের।
+ There are no comments
Add yours