বিগত নির্বাচনে ‘অবৈধভাবে নির্বাচিতদের’ যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত তিনটি নির্বাচনে যারা অবৈধভাবে নির্বাচিত হয়েছিলেন, আগামী নির্বাচনে তারা যাতে অংশগ্রহণ করতে না পারে, বর্তমান অন্তর্বর্তী সরকার সে ব্যাপারে বাধা সৃষ্টি করবে।

শনিবার (১৯ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তাদেরকে প্রধান উপদেষ্টা এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসেছিলেন প্রধান উপদেষ্টা। সংলাপের পর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টার বরাতে তার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে খুব শিগগিরই সার্স কমিটি গঠন করা হবে। রীতি অনুযায়ী এ কমিটিতে ৬ জন সদস্য থাকবেন।

এসময় সরকারের শুরু করা সংস্কার কার্যক্রমও সমান্তরালভাবে চলমান থাকবে বলেও জানান বিশেষ সহকারী।

সংলাপের বিষয়ে মাহফুজ আলম বলেন, নির্বাচন ও সংস্কার বিষয়েই বেশি কথা হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা, গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার এসব বিষয়ে আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এককভাবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার এই দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণফোরাম, এলডিপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) আলোচনায় অংশ নেয়।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours