ডেস্ক নিউজ:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর কীভাবে মানুষ দেশ ছেড়ে পালিয়েছে তা খতিয়ে দেখছে সরকার।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অবস্থান বেশ পরিষ্কার। আমরা তদন্ত করছি, কেন এবং কীভাবে তারা পালিয়ে যেতে পারে তা দেখা হচ্ছে।
শনিবার (১৯ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং ডেপুটি প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন গঠন করতে দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. মাহফুজ আলম। তিনি বলেন, এই কমিটি ঠিক করবে কারা নির্বাচন কমিশনার হবেন। কমিশনাররা এসে নির্বাচনের পরবর্তী কাজ শুরু করবেন। রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্দলীয় নিরপেক্ষ সবকিছু গঠিত হবে।
তিনি আরও বলেন, আমরা এখনও ‘গণহত্যার’ সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছি।
+ There are no comments
Add yours