মুহূর্তের মধ্যেই ইসরায়েলে ৭০টি রকেট হামলা

Estimated read time 1 min read
Ad1

 

আন্তর্জাতিক ডেস্ক:

এবার ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ রোববার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ৭০টি রকেট দিয়ে এই হামলা হয়েছে বলে জানায় তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের স্থানীয় সময় বেলা ১১টার দিকে সাইরেন বেজে উঠে। এরপর মুহূর্তেই লেবানন থেকে আসে প্রায় ৭০টি রকেট। এর মধ্যে কয়েকটি আটকে দেয় সামরিক বাহিনী।

 

বাকি রকেটগুলো বিভিন্ন জায়গায় আঘাত হেনেছে বলে জানায় আইডিএফ। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছে কিনা তা জানায়নি তারা। হিজবুল্লাহর পক্ষ থেকেও এই হামলার ব্যাপারে জানানো হয়নি কিছুই।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হামলার বেশ কয়েকটি ভিডিও। এতে দেখা যায়, এক ঝাঁক রকেট আসছে ইসরায়েলের আকাশে। এসব রকেট এসে বিভিন্ন জায়গায় পড়ে। আগুন নেভাতে আসতে দেখা যায় দমকল বাহিনীকে।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ড্রোন হামলার পর প্রতিশোধ নিতে লেবাননের বৈরুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বৈরুতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনের গাজায় হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এতে তিনজন কমান্ডার নিহতের দাবিও করা হয়।

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours