প্রান্ত বড়ুয়ার নেতৃত্বে এবারের রাবি হাল্ট প্রাইজ

Estimated read time 1 min read
Ad1

এবারের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রাম ২৪-২৫ এর ডিরেক্টর হিসেবে মনোনিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রান্ত বড়ুয়া।তিনি গত হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগাম ২৩-২৪ এর ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তাছাড়াও ২২-২৩ ও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

উল্লেখ্য, ছাত্রদের নোবেল পুরস্কার খ্যাত প্রতিযোগিতাটি বিশ্বের প্রায় ১২১ টি দেশে ৩০০০ টি বিশ্ববিদ্যালয়ে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল এবং ইউনাইটেড ন্যাশন্স ফাউন্ডেশন এর অংশীদারিত্বে এই “হাল্ট প্রাইজ” প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।যেখানে বিজয়ী দলকে ১মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদশি টাকায় প্রায় ১২ কোটি টাকা) পুরস্কৃত করা হয়। ২০১০ সালে আহমেদ আস্কার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এই হাল্ট প্রাইজ এবং এর অর্থায়নে অন্যতম ভূমিকা রাখেন প্রাক্তন ইউ এস প্রেসিডেন্ট বার্টিল হাল্ট।বার্টিল হাল্টের নামানুসারে এই প্রতিযোগিতার নামকরন করা হয় “হাল্ট প্রাইজ”। প্রাক্তন ইউ এস প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর একটি চ্যালেন্জ নির্ধারণ করেন, যেটাকে কেন্দ্র করে সারাবিশ্বের তরুণ প্রজন্ম তাদের নিজস্ব চিন্তাভাবনার আলোকে সমাধানমূলক বিভিন্ন ব্যাবসায়িক চিন্তাধারা উপস্থাপন করেন।আহমেদ আস্কার হাল্ট প্রাইজ এমন একটি বার্ষিক প্রতিযোগিতা যেখানে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সাধারনত ৩টি ধাপে ধাপে এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয়ে থাকে আমাদের বাংলাদেশে। অন ক্যাম্পাস প্রতিযোগিতায় সকল প্রতিযোগী দলের মধ্যে যেকোনো ৬ টি দল ফাইনালে অংশগ্রহণের জন্য মনোনীত হবে। এই ৬ টি দলের মধ্যে সেরা ৩ টি দল অংশগ্রহণ করবে রিজিওনালে এবং এই ৩ দলের জন্য থাকছে আকর্ষনীয় প্রাইজ মানি।রিজিওনালে যে দল বিজয়ী হবে ঐ দলটি সুযোগ পাবে গ্লোবালে অংশগ্রহণ করার।গ্লোবালে বিজয়ী হতে পারলেই সেই ব্যাবসার ধারনাটি বাস্তবায়ের জন্য ১মিলিয়ন মার্কিন ডলার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।

এ বিষয়ে রাবি হাল্ট প্রাইজের ডিরেক্টর বলেন, “গতবারের ডিরেক্টর আবদুল কাদের জিলানী তুহিন এর নেতৃত্বে সফল একটি হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে আমরা উপহার দিতে পেরেছিলাম। এবারও আমি আশাবাদী সুন্দর এবং সফল হাল্ট প্রাইজ আয়োজন।রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা সর্বপরি আপনাদের সকলের দোয়া কামনা করি। “

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours