ডেস্ক নিউজ:
বৈষমবিরোধী ছাত্র আন্দোলনকে দেশব্যাপী সুসংঘটিত করতে চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ২২ অক্টোবর রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কমিটির ঘোষণা দেয়া হয়।
হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে কমিটিতে আরিফ সোহেলকে সদস্য সচিব, আব্দুল হান্নান মাসুদকেআহ্বায়ক কমিটি মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে এই কমিটি গঠন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
দ্রুততম সময়ের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ করতে বলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হবে বলে জানান সমন্বয়করা।
+ There are no comments
Add yours