আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্ককে আধুনিক বিশ্বের জন্য অনুসরণীয় মডেল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, গত ৭৫ বছরে রুশ-চীন সম্পর্ক ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত আলাপ-আলোচনার পর্যায়ে পৌঁছেছে।
ব্রিকস সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, পুতিন বলেন, আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আধুনিক বিশ্বে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক কীভাবে গড়ে তোলা উচিত, তার মডেল হয়ে উঠেছে চীন ও রাশিয়া।
রুশ নেতা জোর দিয়ে বলেন, সমতার ভিত্তিতে বহুমুখী সহযোগিতার এই সম্পর্ক পারস্পরের জন্য উপকারী।
রাশিয়ার কাজান শহরে তিন দিনব্যাপী ব্রিকস সম্মেলন চলছে। এই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতা রাশিয়ায় গেছেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম রাশিয়ায় এত বৃহৎ কোনো আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে।
প্রায় আড়াই বছর আগে ইউক্রেনে আক্রমণের জেরে পশ্চিমা বিশ্ব নানা অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে বাকি বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ করে ফেলতে চেয়েছে। ব্রিকস সম্মেলনের আয়োজন করে তিনি দেখাতে চাচ্ছেন পশ্চিমাদের সেই প্রচেষ্টা কতটা ব্যর্থ হয়েছে।
উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, চীন ও ভারত মিলে ১৫ বছর আগে ব্রিকস জোট গঠন করে। পরের বছর যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। এরপর মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে এ জোটের সম্প্রসারণ ঘটানো হয়।
+ There are no comments
Add yours