প্রথমার্ধে ভারতের জালে ৩ গোল বাংলাদেশের

Estimated read time 1 min read
Ad1

 

স্পোর্টস ডেস্ক:

 

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দাপট দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে লাল-সবুজের দল।

 

শিরোপা ধরে রাখার মিশনে নেমে শুরু থেকেই দারুণ খেলছে বাংলাদেশ। একের পর এক গোলের সুযোগ তৈরি করছিল। তবে বল জালে পাঠাতে বাংলাদেশের অপেক্ষা করতে হয় ১৮ মিনিট পর্যন্ত।

সাবিনার নেয়া কর্নার কিক থেকে আসা বল ডি বক্সে পান আফিদা খন্দকার। দারুণভাবে বল জালে পাঠান। ২৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। লেফট উইং থেকে ক্রসে ডি বক্সে বল পাঠান ঋতুপর্ণা চাকমা। ছোঁয়া লাগিয়ে বল জালে পাঠান তহুরা খাতুন।

৩৫ মিনিটে গোলে শোধের সুযোগ আসে ভারতের সামনে। চানু সরোখাইবাম বল পাঠান ডি বক্সে। বল পেয়ে গোলমুখে শট নেন বালা দেবী। তবে দারুণভাবে তা প্রতিহত করেন রুপনা চাকমা। পরের মিনিটে ভারতের নেয়া ফ্রি কিক বারে লেগে ফিরে যাওয়া গোল হজম থেকে রক্ষা পায় বাংলোদেশ।

৪২ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। শামসুননাহার জুনিয়র বল বাড়িয়ে দেন তহুরার দিকে। ডি বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল নিজের দ্বিতীয় গোলে আদায় করে নেন তহুরা।

৪৩ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। রাইট উইং থেকে গোলবারে বল মারেন দালিনা চিবের। রুপনা বল ঠেকিয়ে দেন। ফিরতি বল পেয়ে হেডে জালে পাঠান বালা দেবী। ৪৭ মিনিটে আরেকটি গোলের সুযোগ হাত ছাড়া করে ভারত। ডি বক্সের বাইরে থেকে মানিশা বল বাড়িয়ে দেন গ্রেম দাঙ্গমেজের দিকে। তবে বল পায়ে লাগাতে ব্যর্থ হন ভারত উইঙ্গার। পরে ৩-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours