মোঃ মোশারফ হোসেন সরকার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ঢাকার মিরপুর ও শেরপুর থানায়
রুজুকৃত মামলার এফআইআর ভুক্ত চার আসামীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাদেরকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন এর বাসিন্দা মোশারফ হোসেন, জাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন এবং শেরপুর সদরের ধনুয়াপাড়া এলাকার হুমায়ুন কবির। মোশারফ ঢাকা মিরপুর এলাকার আশরাফুল ইসলাম নামে এক ছাত্র নিহতের আসামী এবং অপর তিনজন শেরপুর সদরের হত্যা চেষ্টা মামলার আসামী।
র্যাব জানায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে ঢাকা সহ সারা দেশে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে। উক্ত হামলায় ঢাকার মিরপুর থানা এলাকায় আশরাফুল ইসলাম নামে একজন ছাত্র নিহত হয়। অপরদিকে একি আন্দোলনে শেরপুর সদরে হামলা ও হত্যার চেষ্টায় মামলা দায়ের করা হয়। এরপর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়।
গোপনে সংবাদ পেয়ে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে পৃথক স্থান থেকে গ্রেফতার করা হয়।
+ There are no comments
Add yours