আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের হামলার পর ইরাক তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়, ইরাকের পরিবহন মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের সব বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে ইসরাইলি সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর ইরান ও ইসরায়েলি কর্তৃপক্ষ নিজ নিজ আকাশপথ বন্ধ করে দিয়েছে।
পাইলটদের জন্য জারি করা একটি নির্দেশনায় ইরান জানিয়েছে, ইসরায়েলি সামরিক হামলার পর ইরানি কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তবে আকাশসীমা কতক্ষণ বন্ধ থাকবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত ইসরায়েলের আকাশসীমা বন্ধ থাকবে।
শুক্রবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।
+ There are no comments
Add yours