প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) ১৭ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটির (২০২১-২২) অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় বিএইচআরএফ নাজিরহাট পৌরসভা কমিটি গঠনকল্পে একসভা ফটিকছড়ি উপজেলা সভাপতি এডভোকেট আলমগীর মো: ইউনুসের সভাপতিত্বে নিজস্ব বাসভবনে অনুষ্টিত হয়। সভায় এলাকার নানা শ্রেনী-পেশার লোক ও গণ্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সমাজে নারী ও শিশু নির্যাতন বন্ধ,সাইবার ক্রাইম, মাদক পাচার এবং সন্ত্রাসসহ নানা অপরাধ বন্ধে জনসচেতনতা সৃষ্টি সহ মানবাধিকার লংঘনের ঘটনা প্রতিরোধে একসঙ্গে কাজ করার সংকল্প গ্রহন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাঈল গনীকে সভাপতি ও সাংবাদিক মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরীকে সেক্রেটারি করে ১৭ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠিত হয়।
কমিটির কর্মকর্তাবৃন্দরা হচ্ছেন যথাক্রমে সভাপতি অ্যাডভোকেট মো: ইসমাঈল গনী, সহ- সভাপতি মোহাম্মদ হারুনুর রশীদ,সাধারন সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী,সহ-সাধারন সম্পাদক আইনজীবী মোহাম্মদ হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী,অফিস সম্পাদক এসএম রাসেল উদ্দিন,কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রাশেদুল আলম,প্রচার সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম, কার্যকরী সদস্য যথাক্রমে হারুন অর রশিদ,আশীষ চক্রবর্তী, ওসমান গনী,শামসুল আরেফিন,জিয়াউল করিম নিরু,মোহাম্মদ রাশেদুল আরমান, মোহাম্মদ বাহাউদ্দীন, একেএম সালাউদ্দিন।
+ There are no comments
Add yours