ডেস্ক নিউজ:
দেশের বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ বিমান বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, বিমানবন্দরে দায়িত্ব পালনে যাত্রী সেবার উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
গত ১৮ জুলাই থেকে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি গ্রহণ করে বাংলাদেশ বিমান বাহিনী। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে বুধবার দুপরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
পরে দায়িত্ব পালনকরা বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তৃতা করেন বিমান বাহিনী প্রধান। এ সময় তিনি সকলকে যাত্রীদের সাথে মানবিক হওয়ার আহ্বান জানান।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন হলে বিমান বাহিনীর দায়িত্ব আরো বাড়বে বলেও জানান তিনি।
+ There are no comments
Add yours