ডেস্ক নিউজ:
সরকার বকেয়া বিল পরিশোধ না করায় আদানি পাওয়ারের সহযোগী সংস্থা আদানি পাওয়ার ঝাড়খন্ড লিমিটেড (এপিজেএল) বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে।
শনিবার (২ অক্টোবর) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, এপিজেএলের ৮৪৬ মিলিয়ন ডলারের বকেয়া বিল পরিশোধ না করায় সরবরাহ বন্ধ করে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, আদানি প্ল্যান্ট বৃহস্পতিবার রাতে তার সরবরাহ কমিয়ে দিয়েছে। এপিজেএলের এক হাজার ৪৯৬ মেগাওয়াটের এই প্ল্যান্টটি এখন একক ইউনিট থেকে ৭০০ মেগাওয়াটে সরবরাহ করছে। যার ফলে, রাতারাতি এক হাজার ৬০০ মেগাওয়াট এর বেশি বিদ্যুতের ঘাটতি অনুভব হয়েছে।
এর আগে বকেয়া বিল পরিশোধ না করা হলে ৩১ অক্টোবর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে কয়েক সপ্তাহ আগে ঘোষণা দিয়ে পিডিবি বরাবর একটি চিঠি পাঠিয়েছিল আদানি পাওয়ার।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছেন।
২৭ আগস্ট এই চিঠিতে আদানি উল্লেখ করেন, বাংলাদেশের প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। কিন্তু ঋণদাতারা এখন আমাদের ওপর চাপ প্রয়োগ করছে। আমি বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বকেয়া ৮০০ মিলিয়ন ডলারের প্রাথমিক পরিশোধ নিশ্চিত করতে আপনার সহায়তা কামনা করছি।
+ There are no comments
Add yours