মোহাম্মদ আমিনুল ইসলাম
চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
‘দক্ষ যুব গড়বে দেশ~ বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর উদ্যোগে র্যালি ও পরে বাঁশখালী অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামানের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীন। এ সময় মো. দিদারুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোবারক হোসেন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক শাহ মোহাম্মদ শফিউল্লাহ প্রমুখ।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীন বলেন, তারুণ্যের ভিতরে যে উদ্যম,স্পৃহা ও ইচ্ছাশক্তি রয়েছে এই সকল গুণাবলীকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশ একটি ভালো জায়গায় যাবে।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান বলেন, ‘নতুন বাংলাদেশের জাগরণে দেশের যুব সমাজ নেতৃত্ব দিয়েছে। দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুব সমাজকে সম্পৃক্ত করেছে ব্যাপকভাবে। এই সুযোগ গ্রহণ করে নতুন বাংলাদেশ বির্নিমাণে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।’
আলোচনা সভা শেষে উপকারভোগীদের মধ্যে ঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ ও খাবার বিতরণ করা হয়।
+ There are no comments
Add yours