১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবসঃ মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি!

Estimated read time 1 min read
Ad1

আগামী ১৫ মার্চ ২০২১ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “ মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি”!। চট্টগ্রামে দিবসটি উদযাপনের জন্য জেলা, উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী প্রতিষ্ঠান কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয়, মহানগর, জেলা ও উপজেলা কমিটি সমুহের উদ্যোগে ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামে দিবসটি উযদাপন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা প্রশাসন ও ক্যাব চট্টগ্রামের যৌথ উদ্যোগে আগামী ১৫ মার্চ বিকাল ০৩.০০মিঃ স্থানীয় সার্কিট হাজউ সম্মেলন কক্ষে “ মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি”! শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকালে সুসজ্জিত ট্রাক র‌্যালী ও ভাম্যমান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, এনডিসি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পুলিমের উপ-মহাপরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম(বার) ও ক্যাব এর কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা ০৪ মার্চ ২০২১ ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। আলোচনায় অংশনেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জমান, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, সহ-সভাপতি হাজী আবু তাহের, ক্যাব চান্দগাঁও থানার সভাপতি মোঃ জানে আলম, সাধারন সম্পাদক ইসমাইল ফারুকী, সহ-সভাপতি আবু ইউনুচ, ক্যাব ৬নং পূর্ব ষোল শহর ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জমান, ক্যাব বিভাগীয় সংগঠক জহিরুল ইসলাম, ক্যাব যুব গ্রুপের সমন্বয়ক চৌধুরী জসিমুল হক, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ আরিফ আহমদ প্রমুখ।

সভায় চট্টগ্রাম মহানগরী ও উপজেলা ও তৃণমূল পর্যায়ে ভোক্তাদের মাঝে বছরব্যাপী প্রচারণা কর্মসুচি পরিচালনার পাশাপাশি বিশ্ব ভোক্তা অধিকার দিবসকে সামনে রেখে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন বাজার এলাকায় নিরাপদ খাদ্য, ভোক্তা অধিকার ও নিরাপদ পোল্ট্রি বিষয়ে প্রচারণা কর্মসুচি পরিচালনা, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান, লিপলেট বিতরণ, সরকারী সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময়, অধি-পরামর্শ সভা আয়োজন সহ বিভিন্ন কর্মসুচি পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours