ডেস্ক নিউজ:
দেশের অর্থনীতি স্থিতিশীল হওয়ার জন্য আমাদের ধৈর্য্য ধরতে হবে। এটি স্থিতিশীল হতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর সচিবালয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অক্টোবরে মূল্যস্ফীতি ১০ শতাংশে উঠেছে। এটি বন্যাসহ নানা কারণে হইয়েব থাকতে পারে। তবে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। রোজা পর্যন্ত নিত্যপণ্যের ওপর কোনো চার্জ আরোপ না করারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আন্তজার্তিক বাজারে এনার্জি পণ্যের দাম কমলে দেশে এর প্রভাব পড়বে। এরইমধ্যে ব্যাংকের তারল্য সংকট কাটতে শুরু করেছে। তাছাড়া, ব্যাংকে ডলার পাওয়া যাচ্ছে। তবে কেউ ডলার না দিলে তা আবহিত করার কথাও বলেন তিনি।
প্রতিনিয়ত বাজারে মনিটরিং করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, অযৌক্তিকভাবে কেউ কোনো কিছু করতে পারবে না। এক এগারোর সময় ভয় দেখিয়ে নয় স্বাভাবিকভাবে বুঝিয়ে যোগান বাড়ানো হয়েছে। এ সময় ফুটপাতে মানুষের হাঁটার জায়গা ছেড়ে দিয়ে ব্যবসা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
+ There are no comments
Add yours