ডেস্ক নিউজ:
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি পক্ষ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এমনটি কোনোভাবেই হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
শনিবার দুপুরে ইসলামি ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ‘‘সাম্প্রদাতিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসনে উলামা মাশায়েখদের করণীয়’’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা।
আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের ভেতর যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে, একটি পক্ষ তা বিনষ্ট করার চেষ্টা করছে। যা কোনোক্রমেই হতে দেওয়া হবে না। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এটা ধরে রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ধর্ম উপদেষ্টা হজের প্যাকেজ প্রসঙ্গে বলেন, ‘হজ প্যাকেজের খরচ কমিয়ে আনা সম্ভব হয়েছে। একটি প্যাকেজে এক লাখ ৯ হাজার টাকা কমানো হয়েছে। আর একটি প্যাকেজে ১০ হাজার টাকা কমানো হয়েছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মো. ইউসুফ আলী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক মো. তবিবুর রহমান, ইসলামি ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মাদ জালাল আহমদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়াও ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন ইমাম প্রশিক্ষণ একাডেমিতে খুলনার আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
+ There are no comments
Add yours