আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার মাটিতে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান বলে যে অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন, তা জোরালোভাবে নাকচ করেছে ইরান। গতকাল শনিবার এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন আদালতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ অভিযোগের কোনো প্রমাণ নেই।
ইসমাইল বাকায়ি বলেন, ইরানবিরোধী চক্র এ ধরনের দাবির পুনরাবৃত্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র–ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলছে।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তেহরান সব ধরনের বৈধ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে ইরান হত্যা করতে চেয়েছিল বলে গত ৮ নভেম্বর অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়। এই ষড়যন্ত্রে জড়িত একজন আফগান ব্যক্তিকে এরই মধ্যে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযুক্ত ওই আফগান নাগরিকের নাম ফরহাদ শাকেরি (৫১)। অভিযুক্ত শাকেরি এখন ইরানে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, শাকেরি ইরানের রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে যুক্ত। তিনি শৈশবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ডাকাতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ২০০৮ সালে তাকে ইরানে ফেরত পাঠানো হয়।
+ There are no comments
Add yours