সন্ত্রাসীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

Estimated read time 1 min read
Ad1

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন সেনা। মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে এই তথ্য জানিয়েছে ভারতের সেনাবাহিনীর দ্য আর্মিস ১৬ কর্পস। নিহত সেনা কর্মকর্তা হলেন, জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) নায়েব সুবেদার রাকেশ কুমার।

দ্য আর্মিস ১৬ কর্পসের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গতকাল শনিবার জম্মু ও কাশ্মীরের কিস্টওয়ারের ভার্ত রিজ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয় সেনাবাহিনীর। সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এই বিশেষ অভিযানে ছিলেন স্থানীয় বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সেনারাও।

এর আগে সম্প্রতি ওই এলাকায় একটি গ্রামের চৌকিদারদের হত্যা করে সন্ত্রাসীরা। এরপরই সন্ত্রাসবিরোধী এই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এর ধারাবাহিকতায় গতকাল শনিবার বেলা ১১টায় শুরু হয় বনে যৌথ অভিযান। এতে পুলিশও ছিল।

ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লালচক বাজার এলাকায় সম্প্রতি গ্রেনেড হামলা হয়েছে। গত সপ্তাহে এই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইন্ডিয়া টুডে বলছে শ্রীনগরের প্রাণকেন্দ্র লালচকে বন্ধের দিন হওয়ার কারণে ভিড় বেশি ছিল। আচমকা পর্যটক সহায়তা কেন্দ্রের কাছে গ্রেনেড বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours