ডেস্ক নিউজ:
প্রায় দুই বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এই স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৯০ টন চাল আমদানি করে মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান। এর সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স এন মোহাম্মদ।
আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখি হওয়ায় সরকার ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে। ফলে দীর্ঘদিন পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হলো।
তিনি বলেন, চাল আমদানি হলে দেশের চাহিদা মিটবে। একই সঙ্গে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে।
এর আগে একই দিন সকালে প্রথম কর্ম দিবসে নয়া খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, নভেম্বরে কোনো দুর্যোগ না হলে আমনের ফলন ভালো হবে। চালের ক্ষেত্রে আমরা বেসরকারি খাতকে ফ্যাসিলিটেট করছি। সরকারিভাবেও আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে। তা শিপমেন্টের পর্যায়ে আছে।
+ There are no comments
Add yours