রাঙামাটি শহরের কাঠাঁলতলী এলাকায় আকস্মিকভাবে আগুনে পুড়ে অন্তত ২০টি বসতঘর ছাই হয়েছে। বেলা পৌনে ১টায় আগুনের সূত্রপাত ঘটে । খবর পেয়ে দ্রুত রাঙামাটি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পাশাপাশি পুলিশ, বিজিবি, সেনাবাহিনী টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে ১ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন, আগুনে প্রায় কোটি টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। দুপুরে বাতাসের কারণে দ্রুতগতিতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আলম ডক ইয়ার্ড এলাকাসহ আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানসহ প্রশাসনের উর্ধবতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনোপ্রকার হতাহতের খবর নিশ্চিতভাবে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি তাৎক্ষনিকভাবে কেউ নিশ্চিত করতে না পারলেও আশেপাশে অনেকগুলো ফার্নিচার তৈরির কারখানা থাকায় সেখানে মজুদ রাখা ক্যামিকেলের কারনে মুহুর্তের মধ্যেই আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে।
+ There are no comments
Add yours