ডেস্ক নিউজ:
নাটোরের বড়াইগ্রামে মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ নিয়ে বিএনপি সমর্থিত ইউপি সদস্যদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় বেশ কয়েকজন আহত ও রুবেল নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ রুবেলকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার রাজাপুর বাজারে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদে মাতৃত্বকালীন ভাতার ৪টি কার্ড বরাদ্দ আসে। বুধবার সকালে পরিষদে গিয়ে কার্ড সবগুলো দাবি করে ইউপি সদস্য বেলাল হোসেন। এতে আপত্তি জানায় অপর সদস্য আব্দুস সামাদ। এ নিয়ে উত্তেজনা তৈরি হয়। পরে দুপুরে আব্দুস সামাদের সমর্থকরা স্থানীয় রাজাপুর বাজারে জড়ো হয়ে বেলাল মেম্বারের সমর্থকদের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হন ও রুবেল নামে আব্দুস সামাদ মেম্বারের এক সমর্থক গুলিবিদ্ধ হন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাহবুব হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
+ There are no comments
Add yours