হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্প বৈঠক, কী নিয়ে আলোচনা করলেন দুই নেতা

Estimated read time 1 min read
Ad1

 

আন্তর্জাতিক ডেস্ক

 

 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউস তাদের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।

দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাইডেন ও ট্রাম্প। বিভিন্ন নীতি নিয়ে গভীর মতবিরোধ রয়েছে দুজনের। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বুধবার প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়েই আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করেছেন। তাদের সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ ইস্যু উঠে এসেছে।

বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার পর ডোনাল্ড ট্রাম্প ওভালে অফিসে পৌঁছান। এদিন স্থানীয় সময় সকালে ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন তিনি। এরপর বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। ওভাল অফিসে যাওয়ার আগে বেশকিছু রাজনৈতিক কর্মসূচিতেও যোগ দেন ট্রাম্প।

 

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ট্রাম্প এই সাক্ষাতে অংশ।

এর আগে মঙ্গলবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট কমলা হ্যারিসের চেয়ে ইলেকটোরাল কলেজ ভোটের পাশাপাশি পপুলার ভোটেও উল্লেখযোগ্য ব্যবধানে জয় তুলে নেন ট্রাম্প। যদিও ২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তখনকার ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে পপুলার ভোট প্রায় দুই শতাংশ কম পেয়েছিলেন।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours