স্পোর্টস ডেস্ক:
মাত্র ১৩ বছর বয়েসেই আইপিএলের নিলামের তালিকায় জায়গা করে নিয়েছে ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। গতকাল প্রকাশি আইপিএলের নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আপিএল কর্তৃপক্ষ। সেই তালিকায় নাম রয়েছে বৈভব সূর্যবংশীর। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
এই বয়সেই বৈভব খেলেছে ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করে ৫৮ বলে সেঞ্চুরি। যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড।
বয়স মাত্র ১৩ হলেও বৈভবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এই বয়সে এরই মধ্যে খেলেছে রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিল বৈভব। প্রথম শ্রেণির ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছে ১০০। সর্বোচ্চ রানের ইনিংস ৪১, সেটি এসেছে চলতি নভেম্বরেই।
এ ছাড়া বৈভব হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছে। বিহারের আন্তঃজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করে ৪০০ রান।
বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে বৈভবের। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এক বছরে বৈভব বিভিন্ন টুর্নামেন্টে ৪৯টি সেঞ্চুরি করেছে, এমন দাবিও নাকি করেন কেউ কেউ।
বৈভবের নাম নিলামের তালিকায় উঠলেও তাকে কোনো দল নেয় কিনা সেটিই দেখার বিষয়। আর কোনো যদি দল পান, তাহলে মিচেল স্টার্ক, জশপ্রিত বুমরাহ কিংবা রশীদ খানদের মতো তারকাদের সামনে ১৩ বছর বয়সী একটি ‘বাচ্চা’ ব্যাট করতে দেখলে আপনার অনুভূতি কেমন হবে একবার ভাবেন! তবে সে দল পাবে কিনা সেটি জানা যাবে ২৪ ও ২৫ নভেম্বরের মেগা নিলামে।
+ There are no comments
Add yours