
ডেস্ক নিউজ:
আওয়ামী লীগ সরকার আমলের প্রভাবশালী ১২ নেতা ও আমলাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে তাদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হয়। শুরুতে নেয়ার কথা থাকলেও, অন্য মামলায় রিমান্ডে থাকায় সেখানে হাজির করা হবে না আব্দুর রাজ্জাক ও অসুস্থ শাজাহান খানকে। সকাল সাড়ে ১০টায় ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে।
ট্রাইব্যুনালে হাজিরা দিতে যে আসামিদের আনা হয়েছে, তারা হলেন- সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী।
এছাড়া আরও হাজিরা দিবে- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচিত উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী। ১৪ দলের শরীক নেতা- রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।
এই তালিকায় আছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও।
চিফ প্রসিকিউটর জানিয়েছেন, নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হবে তাদের। এজলাসে থাকতে পারবেন আসামিদের আইনজীবী ও পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল তাদের হাজির করার আদেশ দিয়েছেন।
+ There are no comments
Add yours