পরিস্থিতি নিয়ন্ত্রণে এনআইএ টিম যাচ্ছে মণিপুরে

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

মণিপুরের পরিস্থিতি সামাল দিতে দিল্লি এবং ইম্ফল, দু’দিকেই তৎপরতা শুরু হয়েছে। মহারাষ্ট্রে প্রচার কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি ফিরেই মণিপুর নিয়ে জরুরি বৈঠক করেছেন তিনি। দফায় দফায় বৈঠকের পরেই মণিপুরের তিনটি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দিয়েছে সরকার।

সোমবার ১৮ নভেম্বর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার থেকে দফায় দফায় বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সোমবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে আরও একটি বৈঠকে বসার কথা রয়েছে মন্ত্রীর।

এছাড়াও আজ সন্ধ্যায় রাজধানী ইম্ফলে বিজেপি এবং শরিক দলগুলোর বিধায়কদের জরুরি বৈঠকে ডাকলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। রাজ্যের পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে রোববার সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে কনরাড সাংমার দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। তারপরই মুখ্যমন্ত্রীর বৈঠক ডাকাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এনপিপি সমর্থন প্রত্যাহার করলেও বীরেন সরকারের পতন ঘটবে, আপাতত এমন সম্ভাবনা নেই। ৬০ আসনের মণিপুর বিধানসভায় বিজেপির ৩৭ জন বিধায়ক রয়েছে। সে রাজ্যে সরকার গঠন কিংবা টেকানোর জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা বা ‘ম্যাজিক ফিগার’ ৩১। সে দিক থেকে বিজেপি একক শক্তিতেই সরকার রক্ষা করতে পারবে।

তাছাড়া বীরেন সরকারকে এখন অবধি সমর্থন জানাচ্ছে এনপিএফ-এর ৫ বিধায়ক, নীতীশ কুমারের দল জেডিইউ-র এক বিধায়ক এবং‌ তিন নির্দলীয় বিধায়ক। তাই কনরাডের দলের সাত বিধায়কের সমর্থন খোয়ালেও আপাতত সরকারের স্থায়িত্ব নিয়ে চিন্তা নেই বিজেপির।

তবে তার পরেও অস্বস্তি থাকছে বিজেপির। কারণ রাজ্যে গোষ্ঠীহিংসার আবহে দলের সাত কুকি বিধায়ক বেসুরে বাজছেন। নিরাপত্তার কারণ দেখিয়ে মেইতেই অধ্যুষিত ইম্ফলে গিয়ে তারা বিধানসভার অধিবেশনেও যোগ দিচ্ছেন না। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় তারা মুখ্যমন্ত্রী বীরেনের ডাকা বৈঠকে যোগ দেবেন কি না, তা স্পষ্ট নয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোন তিনটি মামলা এনআইএ-কে দিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শুধু জানা গেছে, হিংসা, প্রাণহানি সংক্রান্ত এই তিন মামলার তদন্ত করছিল মণিপুর পুলিশ। তাদের কাছ থেকে নিয়ে তদন্তভার তুলে দেওয়া হল এনআইএ-র হাতে।

মনে করা হচ্ছে, তদন্তে গতি আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours