মৌসুমি বৃষ্টিপাতের একটি আবহাওয়া বলয় এখন জাপানের ওপর ঝুলে আছে। আর এর প্রভাবে জাপানের কয়েকটি অঞ্চলে গত কয়েক দিনে প্রচণ্ড বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। একই সঙ্গে বাড়ছে প্রাণহানির সংখ্যাও। গত শনিবার সকাল থেকে শুরু হওয়া ভারী বর্ষণ প্রথমে দক্ষিণ-পশ্চিমের কিউশু দ্বীপের কয়েকটি জেলায় আঘাত হানলে দূরবর্তী পাহাড়ি এলাকার অপ্রস্তুত মানুষজন এতে আটকা পড়ে যান।
বৃষ্টির সঙ্গে সঙ্গে ভূমি ও কাদার ধস নামলে মানুষের দুর্দশা আরও বৃদ্ধি পায়। আবহাওয়া বলয়টি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার আগে কিউশুতে ৫৬ ব্যক্তির প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। এর বাইরে আরও দশজনের বেশি নিখোঁজ রয়েছেন কিংবা উদ্ধার করা হলেও প্রাণের চিহ্ন এদের মধ্যে দেখা যাচ্ছে না। মধ্য জাপানের গিফু ও নাগানো জেলা এখন বর্ষা কবলিত।
জাপানে বর্ষাকালের স্থায়িত্ব এক মাস এবং এখন তা শেষ হওয়ার পথে। ফলে অসময়ের এই বৃষ্টিপাত এবং প্রাণহানির সংখ্যার পেছনের কারণ বিশেষজ্ঞরা এখন বিশ্লেষণ করে দেখছেন। গত কয়েক দিনে দৈনিক বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ২০০ মিলিমিটারের বেশি। জাপানের জন্য এটা খুবই অস্বাভাবিক। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন—দেশের যে ৫১টি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ হিসাব করা হয়, তাতে দেখা গেছে গত ১০০ বছরের বেশি সময়ে দৈনিক ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়া দিনের সংখ্যা সমানে বেড়ে চলেছে। এর জন্য জলবায়ু পরিবর্তনকে তারা দায়ী করছেন।
+ There are no comments
Add yours