ডেস্ক নিউজ:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ও তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সোয়া ৮টা নাগাদ, শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
সকাল সোয়া ৮টার দিকে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় তাঁকে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। একইসাথে বিউগলে করুণ সুর বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বরজুড়ে। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। এসময়, শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে, সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনীর প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
+ There are no comments
Add yours