গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না: বাণিজ্য উপদেষ্টা

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

ব্যাবসায়ীদের সতর্ক করে অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, গুটিকয়েক ব্যবসায়ীর কাছে বাজার জিম্মি থাকবে না।

আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে টিসিবি’র পণ্য বিতরণের সার্বিক কার্যক্রম ও দ্রব্যমূল্য বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা একথা বলেন।

এসময় তিনি বলেন, সরবরাহে কোনো কৃত্রিম সংকট তৈরি করলে অথবা অস্বচ্ছতা রেখে বাজার অস্থিতিশীল করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেছেন, চাহিদা ও যোগানে ভারসাম্য ফিরিয়ে আনতে উৎপাদন বাড়াতে হবে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলীম আখতার খান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল ও সংশ্লিষ্টরা।

 

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours