বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে কুড়িগ্রামে স্মরণসভা

Estimated read time 1 min read
Ad1

 

ইউনুস আলী, কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক স্মরণসভা জেলা ডেপুটি কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম ইউনিটের উপ-অধিনায়ক মেজর সারাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমারসহ অন্যান্যরা।
স্মরণসভার অনুষ্ঠানে শহীদ স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর কুড়িগ্রামের ৬জন শহীদ এবং ৯৫ জন আহতদের স্বজনরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন। এসময় স্বজনরা তাদের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং নিজেদের শোক প্রকাশসহ নিহত ও আহতদের পরিবারের পাশে থেকে জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ সেনাবাহিনীর সর্বাত্মক সহায়তার দাবি জানান।
স্মরণসভায় ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা উপস্থিত নিহত শহীদদের ও আহতদের স্বজনদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
একইসাথে সরকারের পক্ষ থেকে তাদের পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
স্মরণসভা শেষে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রাম কালেক্টরেট মসজিদের ইমাম বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours