খবর বাংলা টোয়েন্টিফোর প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে নলছিটি থানা পুলিশ। দিবসটি এই প্রথম সারা দেশের প্রতিটি থানায় একযোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
নলছিটি থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) প্রশান্ত কুমার দে,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,মোল্লারহাট( নলছিটি) ফাড়ীর ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল্লাহ,নবনির্বাচিত কাউন্সিলর ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী।
এছাড়া আরও বক্তব্য রাখেন নলছিটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনারধন দাস,কুলকাঠী ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাচ্চু,নবনির্বাচিত কাউন্সিলর মামুন মাহমুদ, শহিদুল ইসলাম টিটু,পলাশ তালুকদার, রেজাউল ইসলাম চৌধুরী ও নলছিটি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ। এসময় উপজেলা থেকে আগত বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ ও নলছিটি থানায় কর্মরত পুলিশ সদস্যগন অনুষ্ঠানে যোগদান করেন।
এরপর প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
+ There are no comments
Add yours