আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননে চলছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর আগ্রাসন। স্থানীয় সময় শনিবার (২৩ নভেম্বর) আইডিএফ-এর হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। এছাড়াও আহত হয়েছেন আরও ৬৬ জন। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বৈরুতে বোমাবর্ষণের কারণে ধ্বংস হয়েছে আট তলা একটি ভবন। এ হামলায় প্রাণহানি হয়েছে অন্তত ২০ জনের। এদিকে, পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এছাড়াও আহত আরও বেশ কয়েকজন।
তবে, ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ-এর হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহও। স্থানীয় সময় শনিবার রাতেও ইসরায়েলি টার্গেটে ৩৪ দফা হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
এদিকে, লেবাননের দক্ষিণে ইহুদি সেনাদের অবস্থান লক্ষ্য করে চালিয়েছে হামলা হিজবুল্লাহ। ধ্বংস করেছে একটি মারকাভা ট্যাংক। এ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেও দাবি করেছে হিজবুল্লাহ। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
+ There are no comments
Add yours