স্পোর্টস ডেস্ক:
অ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সফরকারী বাংলাদেশ। আলোক স্বল্পতার কারণে আগেভাগেই শেষ হওয়া তৃতীয় দিন শেষে স্কোর বোর্ডে বাংদেশের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান। এর আগে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
২ উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দলীয় ৬৬ রানে সফরকারীদের শিবিরে প্রথম আঘাত হানেন কেমার রোচ। ১৮ রান করে ফেরেন শাহাদাত। এরপর লিটন ও মুমিনুলের ব্যাটে বড় জুটির স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে সেই স্বপ্নে পানি ঢেলে দেন শেলস। অর্ধশত করেই মুমিনুল শেলসের শিকার হলে ভাঙ্গে এই জুটি।
লম্বা হয়নি লিটনের ইনিংসও। ফলো অনের শঙ্কায় পড়ে সফরকারী বাংলাদেশ। এরপর ৬৮ রানের জুটি বেধে প্রতিরোধ গড়েন জাকের ও তাইজুল। এই জুটির পথে কাটা হয়ে দাড়ান জোফেফ। তাইজুল ফেরেন ২৫ রানে। উইকেটের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন জাকের আলী।
ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে উইকেটে আর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি জাকের। তার ৫৩ রানের সুবাদে ফলোঅন এড়ালেও দিন শেষে বাংলাদেশের সংগ্রহটা খুবই শোচনীয়। শেষ পর্যন্ত স্কোর বোর্ডে সংগ্রহ ৯ উইকেটে ২৫৭ রান। ১৮১ রানে পিছিয়ে থেকে আলোক স্বল্পতার কারনে নির্ধারিত সকয়ের আগেই তৃতীয় দিনের খেলা শেষ করে সফরকারীরা। তাসকিন ১১ ও শরিফুল অপরাজিত আছেন ৫ রানে।
এর আগে জাস্টিন গ্রেভসের ১১৫ রানের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষনা করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
+ There are no comments
Add yours